সাতক্ষীরার দেবহাটায় ৪৪ব্যাগ ভারতীয় গলদা রেনু আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কুলিয়া আশুমার্কেট মোড়ে এসআই হাফিজের নেতৃত্বে চেকপোষ্টে একটি মিনি পিকআপ সহ উক্ত গলদা রেনু আটক হয়। বিষয়টি দেবহাটা থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। পরে বিজ্ঞ আদালতের অনুমতি ক্রমে ইছামতি নদীতে অবমুক্ত করা হয়। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, আব্দুর জব্বার, মৎস্য অধিদপ্তরের আবু বকর সিদ্দিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, তাঁতিলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষে উপস্থিত ছিলেন। তবে আটককৃত ৪৪টি পলিতে প্রায় অর্ধকোটি মাছের পোনা রয়েছে যানা যায়। যার মূল্য কয়েক লাখ টাকা।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, অবৈধ ভাবে ভারত থেকে গলদা রেনু আনার সময় করোনা প্রতিরোধে পুলিশিং চেকপোষ্টে ৪৪ ব্যাগ গলদা রেনু আটক হয়। পরে জনসম্মূখে নদীতে অবমুক্ত করা হয়েছে।
এঘটনায় চোরাচালানের সাথে জড়িত কালিগঞ্জ উপজেলার ব্যাবসায়ী, গাড়ির ড্রাইভার সহ মোট ৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চোরাচালানচক্র অবৈধ ভাবে নদীপথে ভারতীয় নিম্মমানের রেনু পাচার করে দেশের বিভিন্ন প্রান্তে সরবাহ করেন। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। একই সাথে চিংড়ি শিল্পে ধ্বংশ নামতে শুরু করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]