সাতক্ষীরার দেবহাটা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে হাত-পা বাধা ও মাথাকাটা অবস্থায় অজ্ঞাত এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্তে ইছামতি নদীতে ভাসতে দেখে প্রথমে বিজিবিকে খবর দেন স্থানীয়রা।
ভাতশালা বিজিবি ক্যাম্পের হাবিলদার সামসুদ্দিন জানান, ‘এলাকাবাসীর থেকে খবর পেয়ে আমিসহ অন্যান্য বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি রশিতে আটকে রেখে বিজিবির নীলডুমুর ব্যাটেলিয়ানের অধিনায়ক এবং দেবহাটা থানার ওসিকে অবহিত করি।’
পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
দেবহাটা থানার ওসি বিপ্লব সাহা জানান, ‘নদীতে ভাসমান অবস্থায় এক নারীর লাশ পাওয়া গেছে। লাশের মাথা, দুই পা ও দুই হাত কেটে ফেলা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। লাশের মাথা পাওয়া না যাওয়ায় পরিচয় মেলানো কঠিন। এমনকি এটি বাংলাদেশী নাকি ভারতীয় নাগরিকের লাশ তাও বোঝার উপায় নেই। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’
লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]