দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সঞ্চলনায় উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী প্রমুখ।
উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, রিপোর্টাস ক্লাবের সাবেক সাধারণ সম্পদাক রফিকুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালম আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।
এসময় গত শুক্রবার (২৯ জুন) মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতি হওয়ার বিষয়টি সভায় ব্যাপক আলোচিত হয়। একই সাথে চুরি, ডাকাতি, মাদক, বাল্যবিবাহ, চোরাচালান, মাদকের বিস্তার বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এছাড়া রাস্তার পাশে নির্মান সামগ্রী রাখা ও বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানানো হয় সভায়। সখিপুর মোড়, পারুলিয়া বাসস্টান্ড সহ গুরুত্বপূর্ণ স্থানে গ্রাম পুলিশ মোতায়নের মাধ্যমে যানজট কমানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দ্রæত সময়ে রাস্তার পাশে মরা ও ঝুঁকিপূর্ণ গাছ অপসরণ হবে বলে জানান নির্বাহী অফিসার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা বিষয়ক আলোচনায় নানা সমস্য তুলে ধরে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া হয়। অপরদিকে যে কোন অপরাধ সংঘটিত হওয়ার পূর্বে এবং সাথে সাথে প্রশাসনকে অবহিত করে দ্রæত আইনগত ব্যবস্থা নিতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়। পরে অনুদ্ধ-১৭ বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা এবং তামাক প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জানানো হয়, প্রকাশ্য পাবলিক প্লেসে ধুমপান বা তামাক সেবন অপরাধ। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ১শ গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণ বিক্রি বন্ধের নির্দেশ রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় এ সভায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]