দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল গণি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
শুক্রবার বিকালে আসরের নামাজের পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার ও জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে আলহাজ্ব আব্দুল গণির দাফন সম্পন্ন হয়।
বিকাল ৪ টার দিকে আলহাজ্ব আব্দুল গণির মরদেহবাহী এ্যাম্বুলেন্স দেবহাটার চাঁদপুরে তার বাড়ীতে পৌছালে আত্মীয় স্বজন ও রণাঙ্গনের সঙ্গী বীর মুক্তিযোদ্ধাদের কান্না ও আহাজারীতে শোকাবহ হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে তার বাসভবন সংলগ্ন রাইস মিল চত্বরে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সদস্যরা। গার্ড অব অনার শেষে বাদ আসর সেখানেই জানাযা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযা নামাজে ও পাশে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে, আলহাজ্ব আব্দুল গণি’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা।
আলহাজ্ব আব্দুল গণি দেবহাটা উপজেলা পরিষদের পরপর ২ বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও নির্বাচিত দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন।
গত ঈদুল আযহার সময় থেকে আলহাজ আব্দুল গনির শারীরিক অসুস্থতা দেখা দিলে ৪ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎকরা জানান, তার ফুসফুসে ইনফেনশন আছে। পরে তাকে পরীক্ষা করার পরে ৬ আগস্ট করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ৭ আগস্ট ভোর রাতে মৃত্যুবরণ করেন।
তার এই মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
কর্মময় জীবনে আব্দুল গনি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি অত্যন্ত সৎ, নির্ভিক ও অন্যায়ের প্রতিবাদকারী ছিলেন।
তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং কখনো তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি।
এই কর্মময় জীবনে তিনি ইউনিয়ন এবং উপজেলার অনেক উন্নয়নে অবদান রেখেছেন।
এছাড়া তিনি তার ব্যক্তিগত অর্থে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দিরসহ বিভিন্ন অসহায় মানুষকে সহযোগীতা করে গেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]