দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীগন।
বৃহস্পতিবার (০১ লা জুন) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
বক্তব্য দেন সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মো. বাবুল আক্তার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহারাব হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আজিজুর রহমান প্রমুখ। মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, যুব-উন্নয়ন অফিসার আমিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজিয়ারা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর প্রায় দুই বছরের দেবহাটার কর্মপরিধি নিয়ে স্মৃতিচারণ করেন বক্তরা। এছাড়া এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর আগামীদিনগুলোতে সফলতা কামনা করেন।
এদিকে, দেবহাটা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বদলী জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার জনাব এবি এম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সহ মুক্তিযোদ্ধা বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বীর মুক্তিযোদ্ধা নফর বিশ্বাস, সখিপুর ইউনিয়ন কমান্ডার সাবুর আলী, সদর কান্ডার ইদ্রিস আলী প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]