দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নানা আয়োজন করে প্রশাসন।
বুধবার (৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর। উপজেলা মুক্তমঞ্চে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ছাত্র প্রতিনিধি মোজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সঞ্জয় কুমার মন্ডল, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, জামায়াত নেতা ফয়জুল হোসেন, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]