
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে নবান্নের পিঠা উৎসব পালিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রে এ উৎসব পালিত হয়।
অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারি মোল্যা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা প্রভাষক আবু তালেব মোল্যা, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন নিলয়, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে ওভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি আব্দুর রব লিটু, কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ, সদস্য দিপঙ্কর বিশ্বাস, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, আব্দুল আলিম মিঠু, উত্তম রায় প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা প্রেসক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীত মানে নানান পিঠা খাওয়ার মজা। আগের দিন গ্রামের বাড়িতে বাড়িতে নতুন ধান উঠলে পিঠার আয়োজন করা হত। আজ তা বিলুপ্তের পথে। বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের নতুন প্রজন্মকে বিভিন্ন পিঠার সাথে পরিচিত করতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]