দেবহাটা প্রতিনিধি : “সবাই মিলে করি পণ, বন্ধ করি পাখি নিধন, পাখির অধিকার আছে নিরাপদে থাকার জন্য” এই শ্লোগানকে সামনে নিয়ে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রকে পাখির অভয়াশ্রম ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) এ ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। শুরুতে সরকারী খাঁন বাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ থেকে একটি র্যালি বের হয়ে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে শেষ।
পরে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান দেবহাটার রূপসী ম্যানগ্রোভকে পাখির অভয়াশ্রম ঘোষণা করে জানান, আমাদের এই সুন্দর প্রকৃতিকে রক্ষা করতে হলে পাখিদেরকে বাঁচাতে হবে, তাদের জন্য নিরাপদ আশ্রয়াস্থল গড়ে তুলতে হবে। আরো জানান, যারা পাখি নিধন বা হত্যার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ ও নিরাপদ ফসল উৎপাদনের লক্ষে আসুন পাখিদের নিরাপদ আবাস গড়ে তুলি।
উল্লেখ্য যে, দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে প্রায় লক্ষার্ধীক ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে। সেখানে প্রতিদিন অসংখ্য প্রজাতির পাখি এসে আশ্রায় নেয়। আর এসব পাখিদের নিরাপত্তার জন্য অনুষ্ঠান শেষে বিভিন্ন সাইজের গাছে মাটির ভাঁড় বেধে দেওয়া হয়। যাতে সহজে পাখিরা বাসা তৈরি করে প্রজনন করতে পারে এবং ঝড় বা প্রাকৃতিক দূর্যোগে নিরাপদে বসবাস করতে পারে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]