দেবহাটা সদর ইউনিয়নের আজিজপুর লেবুতলা ব্রীজের পশ্চিম পার্শ্বে স্বপনের ঘেরের শেষে হতে সুশীলগাঁতি অভিমুখী কাঁচা রাস্তা নির্মাণে প্রকল্পের কাজ কর্মসূচির লোক দিয়ে করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজিজপুর লেবুতলা ব্রীজের পশ্চিম পার্শ্বে স্বপনের ঘেরের দক্ষিণ পার্শ্ব হতে সুশীলগাঁতি অভিমুখী কাঁচা রাস্তা নির্মাণে প্রকল্পের ২,১৪,০০০ (দুই লাখ চোদ্দ হাজার) টাকার কাজ স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কার গাজী কর্মসূচির লোক দিয়ে কাজটি করে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, কোন দিন ৪২ আবার কোন দিন ৪৫ জন কর্মসূচির লোক সেখানে কাজ করছে। এইভাবে কর্মসূচির লোক দিয়ে কাজটি করালে পুরো টাকাটাই আত্মসাৎ হবে।
কর্মসূচির লোকদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের ৪০ দিনের কর্মসূচির কাজ, চেয়ারম্যান মেম্বাররা আমাদের যেখানে কাজ করাবে আমরা সেখানেই কাজ করব। এটা কর্মসূচির না প্রকল্পের কাজ কিনা আমরা বলতে পারব না।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আজিজপুর লেবুতলা ব্রীজের পশ্চিম পার্শ্বে স্বপনের ঘেরের দক্ষিণ পার্শ্ব হতে সুশীলগাঁতি অভিমুখী কাঁচা রাস্তা নির্মাণে প্রকল্পের জন্য ২ লক্ষ্য ১৪ হাজার টাকার বিনিময়ে ১৯৫'৪৮ ফুট লম্বা রাস্তার কাজের জন্য বরাদ্দ। যা কর্মসূচির লোক দিয়ে করছেে কিনা তা আমি জানিনা। তবে এটি কর্মসূচির লোকের কাজ না, প্রকল্পের কাজ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার জানান কর্মসূচির কাজ অনেক আগে হয়ে গেছে এটি কর্মসূচির কাবিটা এর কাজ। বিষয়টি আমি তদন্ত করে দেখছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]