দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সাথে পরামর্শক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম এবং সুশীলনের আয়োজনে মডেল মসজিদের হলরুমে এ পরামর্শক বৈঠক অনুষ্ঠিত হয়।
পরামর্শক বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এস.এম সাখওয়াত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সেলিম, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, উত্তরণের দেবহাটা ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম প্রমুখ।
দেবহাটা এপি’র সিডিও মিজানুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা সমবায় অফিসার মনোজিত মন্ডল, দেবহাটা এপি’র জেসিডিও পিন্টু মন্ডল, প্রসেনজিৎ সরকার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারগন।
এসময় শিশুপুষ্টি, স্বাস্থ্য, ওয়াশ, স্যাটিশেন, কিশোরীদের পিরিয়ড কালীন সেবা সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনায় বিভিন্ন পরামর্শ গ্রহন করা হয়।
তাছাড়া দেবহাটা এরিয়া প্রোগ্রামের মাধ্যমে ইতোমধ্যে দেবহাটার ৪টি গ্রাম শতভাগ উন্নত স্যানিটেশনে আওতায় আনা হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা, ইকো ভিলেজ প্রতিষ্ঠা সহ নানা ধরণের সেবা ও সহযোগীতামূলক কর্মকান্ড চলমান রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]