অথচ আমার জাগতিক কোন চাওয়া ছিল না,
ফুল পাখি আকাশে আমি মুগ্ধ হইনি কোন কালে;
পৌরণিক এডোনিসের আর্তনাদ আমার কানে পৌঁছায় না;
মায়ান সভ্যতা গিলে নেয় মহাকাল, আমি ভাবতে পারিনা;
আমার সমস্ত ভাবনা মহাজাগতিক 'তুমি' তে থমকে গেছে দেবী!
আমার ভাবনার শরীরজুড়ে তুমি এবং একমাত্র তুমি;
.
মাতাল হয়ে জেনেছি,
মারিজুয়ানায় মাতাল হওয়া যায়না;
এখানে প্রেমিকেরা অনন্ত মাতাল হয়!
আমি নিতান্তই তোমাতে মাতাল;
.
ছুঁয়ে দেখো দেবী,
তুমি ছুঁয়ে দিলেই লিখে দিতে পারি একশো প্রেমের কবিতা;
লিখে ফেলতে পারি ব্রহ্মাণ্ডরচনার সমস্ত ইতিহাস;
যদিও ইতিহাসে আমার মোহ ছিল না কোনকালে!
.
তুমি ছুঁয়ে দেখো,
প্রেম বুকে ঠাঁই দাঁড়িয়ে রবো এক শতাব্দী!
ঈশ্বর এবং মানুষের অর্বাচীন দ্বন্দ্বে ডুবে গেলে সভ্যতা,
আমি ফিরে যাবো ঈশ্বরের কাঠগড়ায়-
বুক ছিঁড়ে দেখাবো প্রেম!
আমি দ্বন্দ্বে নেই দেবী!
আমি তোমাতে আছি!
.
অর্কিডে লেগে থাকা জলকণা, তুমি ছুঁয়ে দিলেই বিশাল সমুদ্র;
বারবার আমি ডুবে যাই, মরে যাই দেবী!
আমার অসম্পূর্ণ মৃত্যুর পুরোটা জুড়ে থাকে ব্যর্থতা!
নিদারুণ তাচ্ছিল্যে হেসে উঠে নরকের একেকটা কীট!
.
অথচ এসব কিছু আমি চাইনি;
কেবল সমস্ত সত্ত্বায় তোমাকে চেয়েছি!
তোমাতে ফুরিয়ে যাওয়াই আমার অনাদি আকাঙ্ক্ষা দেবী!
.
আমাকে স্পর্শ করো;
এক্ষুনি কফিনে মুড়িয়ে দেবো যাবতীয় বিষাদ;
এক এবং একমাত্র সত্য হোক প্রেম!
মুহূর্তেই ছিঁড়ে নেবো সমস্থ ব্যর্থতার টুটি;
উপড়ে নেবো ব্যথিত হৃদয়ের অসমানুপাত জরাজীর্ণতা!
ছুঁয়ে দেখো দেবী-
আমি আঙুলের ছোঁয়ায় দূর করে দিবো ঠোঁটের অসুখ!
পরিশেষে বলি আমি তোমাকে খুব মিচ করি
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]