দীপক শেঠ, কলারোয়া: দেশব্যাপি বিএনপি'র ডাকা ৩ দিনের অবরোধের প্রথম দিন কলারোয়ায় অবরোধ বিরোধীরা মাঠ দখল করে রেখেছে।
মঙ্গলবার(৩১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা অবধি অবরোধের সমার্থনে বিএনপি'র কোন নেতা- কর্মীকে মাঠে দেখা যায়নি। দিনব্যাপি অবরোধ বিরোধী আ'লীগের দুই অংশের নেতা- কর্মীরা পৌর সদর দখলে রেখেছিলো।
পৌর সদরে আ'লীগ নেতা- কর্মীদের উপস্থিতিতে উৎসবের আমেজে ছিলো জনজীবন স্বাভাবিক। যশোর- সাতক্ষীরা মহা সড়ক সহ অভ্যন্তরীণ সড়কে যানবাহন ছিলো নিত্যদিনের ন্যায়। অফিস- আদালত, দোকান-পাঠে ও পথচারীদের চলাচলে ছিলো সরব উপস্থিতি। কোথাও-কোন অবরোধ সমার্থকদের উপস্থিতি টের পাওয়া যায়নি। অবরোধ বিরোধী আ'লীগ নেতা- কর্মীরা বিভিন্ন পয়েন্টে বসে অবৈধ অবরোধকে সমার্থন না করার যৌক্তিকতা তুলে ধরেন।
আ'লীগের দুটি অংশ উপজেলা আ'লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে কর্মীরা সকাল- বিকাল পৃথকভাবে খন্ড,খন্ড শান্তি মিছিল করে জনসাধারনকে অবৈধ অবরোধের বিরোধীতা করার আহবান জানান। দেশব্যাপি অবরোধ করে জনগনের কোন কল্যাণ বয়ে আসবে না বলে আগুন সন্ত্রাসী, পুলিশ হত্যাকারী বিএনপি ও জামায়াত দলের কর্মকান্ডের বিরোধীতা করে শান্তি সমাবেশ করেন। সমাবেশে আ'লীগের উভয় অংশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর সদরের বিভিন্ন স্থানে শান্তি,শৃংখলা বজায় রাখতে পুলিশ সদস্যদের তৎপরতা ছিলো জোরদার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]