রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুরসহ উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত সোয়া ৯টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
জানা গেছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬ রিক্টার স্কেল। দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, জয়পুরহাটসহ আরও কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের সিকিম অঞ্চলে।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে আঘাত এনেছে শক্তিশালী ভূমিকম্প। যার কিছুটা অনুভূত হয়েছে বাংলাদেশেও। কম্পন বেশি অনুভূত হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। ৮ সেকেন্ড এই ভূমিকম্প অনুভূত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]