দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১২৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১১০৬ জন। মোট শনাক্ত ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৩ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১০৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ লাখ ৯৮ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ২৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ১০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩শতাংশ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]