দেশে বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এ সময় গত ১০ মাসের অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে।
পোস্টে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা, নাগরিকদের মধ্যে ভীতি এবং নিরাপত্তাহীনতা বেড়েছে বলে দাবি করা হয়েছে। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পরিসংখ্যনে এসব বৃদ্ধির প্রমাণ মেলেনি।
এতে বলা হয়েছে, সরকারি অপরাধ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর অপরাধ তীব্রভাবে বাড়ার দাবি সঠিক নয়। বরং বড় ধরনের অপরাধের মাত্রা গত ১০ মাস ধরে স্থিতিশীল রয়েছে।
পোস্টে আরও বলা হয়, সবচেয়ে গুরুতর অপরাধের মধ্যে কিছু কমেছে আর কিছু স্থিতিশীল রয়েছে। সামান্য কিছু ধরনের অপরাধের মাত্রা বেড়েছে। নাগরিকদের এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা নিয়ন্ত্রণ বজায় রাখছে বলেও বিশ্বাস রাখতে হবে। কেননা অপরাধের মাত্রা অপেক্ষাকৃত স্থিতিশীল রয়েছে।
পোস্টে গত পাঁচ বছর এবং গত ১০ মাসের অপরাধ পরিসংখ্যান সংযুক্ত করা হয়েছে। সকল পরিসংখ্যান পুলিশ সদর দপ্তর কর্তৃক সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে সিএ প্রেস উইং।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]