আদালতের নির্দেশনায় স্থগিত হওয়া নির্বাচন নিয়ে শ্রমিকদের মতবিরোধ থাকতেই পারে। তাই বলে ওই ঘটনার জেরে দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে ভাংচুর, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ভূমিহীন সমিতির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার সকালে (০৯.০৪.২০২২) জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, এই হামলা সংবাদপত্রের ওপর হামলা। এই হামলা সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা।
বিবৃতিতে আরও বলা হয়, শ্রমিক ইউনিয়নের দুইটি বিবাদমান গ্রুপের দ্বন্দ্বকে কাজে লাগিয়ে একটি সুবিধাবাদী মহল দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসের ইট পাটকেল নিক্ষেপ করে এই হামলার ঘটনা ঘটিয়ে ক্ষ্যন্ত থাকেনি; বরং অধ্যক্ষ আবু আহমেদকে প্রধান আসামী করে একটি নিয়মিত মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের পাশাপাশি হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]