আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি রবিবার জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
প্রধান নির্বাচন কমিশনের ভাষণ বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে সরাসারি সম্প্রচার করা হচ্ছে।
ভাষণে সিইসি বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে।
তিনি রাজনৈতিক দলগুলোর মতভেদ দূর করার আহ্বান জানান।
ঘোষিত তফসিলে:
*** প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর
*** প্রার্থিতা যাচাই বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর
*** প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর
*** জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর
*** প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি
*** দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]