দ্বিতীয় দফায় দেড় হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী যাচ্ছেন ভাসানচরে। সরকারি উদ্যোগে ৭০০ রোহিঙ্গা এ দফায় স্থানান্তরের পরিকল্পনা থাকলেও স্বেচ্ছায় স্থানান্তরে আরও রোহিঙ্গা ভাসানচরের আশ্রয়নকেন্দ্রে যেতে ইচ্ছুক।
চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে দেড় হাজারেরও বেশি রোহিঙ্গাকে নেওয়া হচ্ছে ভাসানচরে।
সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় দফায় ৭০০ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনা থাকলেও, প্রায় ১৫০০ জনের বেশি রোহিঙ্গা সরকারি ব্যবস্থাপনায় ইতোমধ্যে (সোমবার, ২৮ ডিসেম্বর) স্বেচ্ছায় কক্সবাজার থেকে চট্টগ্রামে রওনা হয়েছে।
উল্লেখ্য, ১ম দফায় গত ৪ ডিসেম্বর (শুক্রবার) ১৬৪২ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]