নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মিরপুরে সকাল থেকেই সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় তারা বিভিন্ন গার্মেন্টস ও যাত্রীবাহী বাসের ওপর হামলা চালায়।
রোববার সকাল ৮টার দিকে কয়েকশ গার্মেন্টস শ্রমিক মিরপুর ১০ নম্বর গোল চত্বর, ১৩ (আয়ুর্বেদিক কলেজ) ও ১৪ নম্বরের (কচুক্ষেত মিলি সুপার মার্কেট) রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
রোববার সকাল ৯টার পর মিরপুরের আশপাশের গার্মেন্টস শ্রমিকরা দলে দলে আন্দোলনে যোগ দিচ্ছে। মিরপুর-১০ থেকে ১৩, ১৪ ও কচুক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে গতকাল শনিবার দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রমিকরা একই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তেল, চিনি, ডালসহ বিভিন্ন জিনিসের দাম বাড়লেও তাদের বেতন বাড়েনি। তাদের দাবি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমলে তাদের বেতন বাড়াতে হবে।
পল্লবী থানার এসি (পেট্রল) মাহবুব বলেন, রোববার সকাল ৮টার পর শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। আমি ঘটনাস্থলে রয়েছি।
এদিকে সকাল ১০টার দিকে মিরপুর ১০ নাম্বার থেকে কয়েকশ শ্রমিক মিরপুর ৭ নাম্বার (পূরবী) এলাকার ক্লেমন গার্মেন্টসসহ কয়েকটি গার্মেন্টসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় উত্তেজিত শ্রমিকরা পূরবী সিনেমা হলের সামনের এলাকায় দুটি বাস ভাঙচুর করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]