সাতক্ষীরার কলারোয়ায় পল্লী সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে ওই মানববন্ধন উপজেলা পরিষদের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশের্ব অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত কর্মকর্তারা বলেন- ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নোয়াখালীসহ সারাদেশে অব্যহত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটছে। তারই প্রতিবাদে এ মানববন্ধনের মাধ্যমের তারা প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন- কলারোয়া পৌর সদরের ঝিকরা ৩২নং পল্লী সমাজের পল্লী সমাজের সেক্রেটারী আলেয়া খাতুন, সদস্য রানী, তুলশী, পারুল, টুম্পা, সুবসী, পূর্ণি, স্বপ্না, সরলাও সুমিত্রা, সদস্য মুসলিমা, মিনু, লাইলা, খাদিজা, শান্তা, ফিরোজা খাতুন এবং ৫নং দক্ষিন রঘুনাথপুর পল্লী সমাজের সভা প্রধান সীমা, সদস্য ফুলি, শ্যামলী, কাকলী, সাগরিকা, ১৮নং দলুইপুর পল্লী সমাজের সভাপ্রধান হালিমা খাতুন, সেক্রটারী বিলকিছসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অফিসার রেহেনা খাতুন ও জাহেদা খাতুন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]