সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কোমরপুর গ্রামে সাবেক ব্যাংক কর্মকর্তা মফজুলার রহমানের একতলা বিশিষ্ট বাড়িতে জানালার গ্রিল কেটে অনুমান ৪,৮০,০০০( চার লক্ষ আশি হাজার) টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( ২৫ এপ্রিল) দিবাগত রাত্রে। এ ঘটনায় মফজুলার রহমান সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায় গত ২৫ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত্রে অজ্ঞাত নামা চোরেরা একতলা বিশিষ্ট বসতঘরের থাই গ্লাস যুক্ত জানালা রড কেটে ঘরের ভিতরে থাকা ওয়ারড্রপের তালা ভেঙে নগদ ৬০ ,০০০ ( ষাট হাজার) টাকা ও অনুমান ৪,২০,০০০( চার লক্ষ কুড়ি হাজার ) টাকার স্বর্ণালংকার চুরি করে এবং ঘরের ভিতরে আসবাবপত্র উলটপালট করে তছনছ করে। বিষয়টি এলাকাবাসীর কে জানিয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দাখিল করেছে। স্বর্ণালংকার ও নগর টাকা চুরি হয়ে যাওয়ায় সে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা যায়।
এদিকে চুরির ঘটনায় ইউনিয়নের প্রত্যেকটি জায়গায় চুরির আতংক বিরাজ করছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]