ধুলোয় ধূসর সাতক্ষীরার কলারোয়া। শীত চলে যাওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ধুলোয় আচ্ছন্ন হতে দেখা যাচ্ছে। পাকা রাস্তা ভঙ্গুর হয়ে পড়ায় এবং রাস্তায় পড়ে থাকা মাটি এ ধুলোর অন্যতম কারণ বলে জানাচ্ছেন স্থানীয় ভুক্তভোগিরা।
তারা জানান, ট্রলি, ট্রাক্টর-ট্রলিতে করে যত্রতত্র মাটি বহনের ফলে রাস্তায় মাটি পড়ছে। আর সেই মাটি থেকে ধুলোয় ধূসর হয়ে পড়ছে রাস্তাঘাট এবং আশপাশের গাছগাছালি ও বাড়ি-ঘর। এছাড়া পৌরসদরসহ উপজেলার বিভিন্ন এলাকার পাকা রাস্তা ভেঙ্গে পিচ-খোয়া উঠে যাওয়ার ফলে ধুলোর সৃষ্টি হচ্ছে। যেকোন যানবাহন চলাচলেই ভঙ্গুর রাস্তায় ধুলোয় ধূসর হয়ে পড়ছে গোটা পার্শ্ববর্তী এলাকা। ধুলো থেকে সাময়িক পরিত্রাণ পেতে স্থানীয় মানুষজন ও দোকানদারদের রাস্তায় পানি ছিটাতেও দেখা যাচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]