নওগাঁর পত্নীতলা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক যুবক নিহত হন। এঘটনায় ভটভটি চালকসহ আরও দুইজন গুরুতর আহত। রোববার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মধুইল-সাপাহার সড়কের নকুচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মো. আরমান আলী (২৫)। তিনি জেলার ধামইরহাট উপজেলার ইন্দুয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।
আহতরা-ভটভটির চালক মোহাম্মদ এনামুল (৩৫) ও সহযোগী মো. মেহেদী হাসান (২৭)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্বজনরা জানান, ভোরে আগ্রাদ্বিগুন থেকে ভটভটিযোগে মাছ নিয়ে সাপাহার বাজারে বিক্রি করতে যায় আরমান। সকালে মাছ বিক্রি শেষে ওই ভটভটি করেই আগ্রাদ্বিগুন বাজারে ফিরছিলেন তারা। পথে নকুচা-করমজা বাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে দ্রুত গতির ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আরমান আলী। অন্যদিকে এঘটনায় আহত হন ভটভটির চালক মোহাম্মদ এনামুল ও তার সহযোগী মো. মেহেদী হাসান। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ওসি পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ভটভটিটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]