পিটিআই নেতা হাম্মাদ আজহার দাবি করেছেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) দিন শেষ হয়ে গেছে এবং পাঞ্জাব এখন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নিয়ন্ত্রণে। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও ডনের
আজহার আরো বলেন, আগামী নির্বাচনে পিটিআই দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করবে। এক এক্স (টুইট) বার্তায় তিনি এসব কথা বলেন।
এ সময় আজহার পিটিআই নেতাদের হুঁশিয়ার করে বলেন, কোনো পিটিআই সদস্য অর্থ লেনদেন করে ধরা পড়লে তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
এদিকে পিএমএল-এন নেতা খাওয়াজা সাদ রফিক সব দলকে উদার মনোভাবাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন। এক টুইটবার্তায় তিনি এ আহ্বান জানান। তিনি লিখেছেন, কিভাবে রাজনৈতিক অস্থিতিশীলতার পরিসমাপ্তি ঘটানো যায় তা নিয়ে সব দলের ভাবা উচিত।
তিনি আরো বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে সবার পরমতসহিষ্ণু হওয়া উচিত। নিজেদের ভুল বিশ্লেষণ করে চিত্ত বিকশিত করা উচিত।
এদিকে গত ২৪ ঘণ্টায় পিএমএল-এনে যোগ দিয়েছেন পিটিআই সমর্থিত একজনসহ মোট ছয় স্বতন্ত্র বিজয়ী প্রার্থী। ইতোমধ্যে তাদের অভিনন্দন জানিয়েছেন পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচনী ফল ঘোষণার তিন দিনের মধ্যে স্বতন্ত্ররা যেকোনো দলে যোগ দিয়ে সরকার বা বিরোধী দল গঠনে ভূমিকা রাখতে পারবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]