নিজস্ব প্রতিনিধি: ‘সকল নারী ও কন্যার জন্য অধিকার, সমতা এবং ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে এবং প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার’ স্লোগানকে সামনে রেখে দেবহাটার নওয়াপাড়ায় বিশ্ব আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) সকাল ১১ টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাইট টু গ্রো প্রজেক্টের জেন্ডার এন্ড এ্যাডভোকেসি অফিসার উজ্জল পলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ফ্যাসিলিটেটর রেহানা ইয়াসমিন, কমিউনিটি প্রমোটার ফারজানা ইয়াসমিন, সিভিএ গ্রুপের সদস্য মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম, সিএসও সদস্য শাহিনা পারভীন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, দেশে সকল প্রকার নারী নির্যাতন বন্ধে সকলকে সোচ্চার হতে হবে। সারাদেশে একযোগে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকল কন্যা শিশুর নিরাপদ জীবনের নিশ্চয়তা দিতে হবে। এই পৃথিবীকে সকল কন্যাশিশুর বাসযোগ্য করে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, সমাজ এবং রাষ্ট্রের সকল পর্যায় থেকে নারীদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে হবে। রাষ্ট্রকে নারীর নিরাপত্তায় সকল রকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারীরা যদি সুস্থ সুন্দর ও নিরপদ জীবনযাপন করতে না পারে পরিবার, সমাজ ও রাষ্ট্র উন্নত হতে পারে না।
যে সমাজে নারীর সম্মান ও মর্যাদা নেই সেই সমাজ বা রাষ্ট্রে ভালো কাজ হয় না। কোনো উন্নয়ন স্থায়ী হয় না। তাই সকলকে একাযোগে কাজ করতে হবে নারীর সর্যাদা ও অধিকার বাস্তবায়নে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]