নিজস্ব প্রতিনিধি : ৪৯৭টি সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকুরী জাতীয়করণের প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের দাবীতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ সাতক্ষীরা জেলা শাখা। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি শেখ নাজমুজ্জামান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লাবলু হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সদর সভাপতি মীর মোর্তজা হাসান, সাধারণ সম্পাদক জেসমিন নাহার ও সদর সমন্বয়ক মীর মাহমুদুল হাসান লাল্টু প্রমুখ। মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, দেশের রাজস্ব খাতে আমাদের অবদান রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি। কোনো সরকারই আমাদের দাবি পূরণ করেনি। তাও অন্তর্বতী সরকারের কাছে চাকরি জাতীয়করণের জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদ্বয়ের মাধ্যমে দাবি জানাচ্ছি।
মাননবন্ধনে অবস্থান রত বক্তারা আরও বলেন, আমাদের দাবি যৌক্তিক। আমরা যৌক্তিক দাবিতেই আন্দোলন করছি। আমাদের তো রাজস্ব খাতে অবদান আছে তাহলে কেন আমাদের চাকরি জাতীয়করণ করা হবে না। সরকার কি আমাদের কান্না দেখে না। আমরা চাই দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক।” মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা (দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়-জনপ্রশাসন মন্ত্রণালয়) অন্তবর্তীকালীন সরকার বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের অনুপস্থিতিতে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের হাতে তুলে দিয়ে স্মারকলিপি দ্রুত বাস্তবায়নের দাবী জানান নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]