নড়াইলে ষড়যন্ত্রমূলক মামলা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আওয়ামী সরকারের দূর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবি বাস্তবায়নে নড়াইলে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নড়াইল সদর উপজেলার নাকশী-মাদ্রাসা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, আওয়ামীলীগ দেশের গনতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে ফ্যাসিষ্ট রাষ্ট্রে পরিণত করেছে। বিনা কারণে বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বিদেশী প্রভুদের কাছে তাবেদারী রাষ্ট্রে পরিণত করেছে। ক্ষমাতসীন সরকারের কাছে আজ মানুষ জিম্মী। দেশের প্রতিটি খুন, গুম, নিপীড়ন ও সন্ত্রাসী কর্মকান্ডে বর্তমান ক্ষমতাসীন সরকার জড়িত। বর্তমান দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি যাবে না। ২০১৪ সালে আওয়ামীলীগের নেতৃত্বে দেশে বিনা ভোটের সরকার গঠন হয়েছিল। এবার হাসিনার অধীনে নির্বাচন হলে রাতেই ভোট হয়ে যাবে। কারণ, আওয়ামী লীগ জনগণ এবং গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচন আসলে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করে। এদের জনগণ বিশ্বাস করে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া জনগণও আওয়ামী লীগের অধীনের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না।
অ্যাড.নিতাই রায় চৌধুরী আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে দেশের স্বাধীনতা ঘোষনা করেছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা ছিল গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। শেখ
মুজিবুর রহমান বাকশাল কায়েম করে দেশের গনতন্ত্র ধ্বংস করেছিলেন। শেখ হাসিনাও মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এ দেশকে গনতন্ত্র বিহীন রাষ্ট্রে
পরিণত করেছেন।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক আলী হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির জেলা সহ সভাপতি মোহাম্মদ আছাদুজ্জামান, অশোক কুন্ডু, যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ,
সদর উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক মো: নজরুল জমাদ্দার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: টিপু সুলতান, জেলা যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমান, সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি
মো: ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সানিসহ জেলা-উপজেলার নেতারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]