নড়াইল সদর এবং কালিয়া থানা এলাকা থেকে ৫ ওয়ারেন্টভুক্ত আসামী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। বুধবার (২০ জানুয়ারি) সন্ধা সাড়ে ৭ টার দিকে মহিদ শেখ, মোঃ শাহাজান শেখ নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং রাত সাড়ে ১০ টার দিকে ২ জন সোহেল শেখ ও মোঃ সারজান সামছু এবং রাত সাড়ে ১১ টার দিকে মশিউর মোল্যা নামে আরো ১ জনসহ মোট ৫ জন কে আটক করা হয়। জানা গেছে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে,গোপন তথ্যের ভিত্তিতে সি আর নং ৯৮/২০ এর মামলার বিজ্ঞ আদালত কতৃক ওয়ারেন্টের আসামী গোলাম মহিদ(গ্রাম্য ডাক্তার), পিতাঃ ধলু শেখ,সাং জামরিলডাঙ্গা,(জামরিল ডাংগা বাজার হইতে), সি আর নং ০৪/১৬ এর মামলার বিজ্ঞ আদালত কর্তৃক ওয়ারেন্টের আসামী মোঃ শাহাজান শেখ,পিতাঃ মৃতঃ মোজাহার শেখ,সাং পুরুলিয়া,(পুরুলিয়া গ্রাম হইতে) উভয় থানা কালিয়া,জেলা নড়াইল এবং জি আর নং ২১/২০ এর মামলার বিজ্ঞ আদালত কর্তৃক ওয়ারেন্টের আসামী মোঃ সোহেল শেখ, পিতাঃ হেমায়েত শেখ, সাং আটলিয়া,থানাঃ কালিয়াকে,(চাচুরি বাজার হইতে), এবং নন জি আর ৩২৮/২০ এর মামলার বিজ্ঞ আদালত কর্তৃক ওয়ারেন্টের আসামী মোঃ সারজান সামছু, পিতাঃ মৃত মতিয়ার শেখ,সাং হারিগড়া,থানাঃনড়াইল উভয় জেলাঃ নড়াইল কে (হাড়িগড়া স্কুল মাঠ হইতে) এ এস আই আনিস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর,নড়াইল সদর পৌরসভা, মহিষখোলা এলাকা থেকে নড়াইল জেলার কালিয়া থানার নিয়মিত মামলার জি আর নং ৮৪/২০২০, ধারাঃ- ৩০২/৩৪ পেনাল কোড,এই মামলার সন্ধিগ্ধ আসামি একধীক খুন,অপহরন,নারী নির্যাতন,মারামারি,দাঙ্গা-হাঙ্গামা, মামলা সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, আসামি মশিউর মোল্ল্যা(৫৮),পিতাঃ মৃত দলিল উদ্দিন মোল্ল্যা,সাং বনগ্রাম,থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইল কে এস আই, এস এম রেজাউল করিমের নেতৃত্বে এ এস আই আনিস সহ সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়। নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিস এই প্রতিবেদক কে জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে আসামীদের গ্রেফতার করেছি এবং তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]