নড়াইলের বেনাহাটিতে চৈত্র সংক্রান্তি মেলা উপলক্ষে শিবপূজা,রামায়ন গান বাউল সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বিকালে বেনাহাটি গ্রামবাসীর আয়োজনে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি
হাজরাতলার শতবর্ষী বটগাছ তলায় এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেনাহাটি গ্রামের কৃতি সন্তান মাগুরা বনশ্রী রবিন্দ্র স্বরনী কলেজের প্রভাষক কৃষ্ণপদ দত্ত সভাপতিত্ব করেন। স্বার্বিক সহযোগিতা করেন গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ টেলিভিশনের ও বাংলাদেশ বেতারের শিল্পী
সুব্রত কুমার দত্ত, যশোর তালবাড়িয়া ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল কুমার গোশ্বামী, সর্বেশ্বর গোশ্বামী,ধীরেন গুপ্ত প্রমূখ।
সম্মানিত অতিথী ছিলেন,তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান,শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক বিশ্বাস,খুলনার মতুয়া মহাসংঘের সভাপতি প্রশান্ত কুমার হালদার,মতুয়া মহসংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রতন কুমার মিত্র, ডাঃ সুদেব মন্ডল,ডাঃ সুকুমার বিশ্বাস, জিপিও খুলনার হিসাব রক্ষক প্রশান্ত হালদার, খুলনার মতুয়া মহাসংঘের সাধারন সম্পাদক ও
ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক অনুপম টিকাদার,খুলনার মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক বাবু অংশপতি,খুলনার সরকারী বি এল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সৌমিত বিশ্বাস,অবঃ
ব্যাংক কর্মকর্তা ঘনশ্যাম মজুমদার, খুলনার মতুয়া মহাসংঘের জয়ন্ত বালা,বাবু রমেশ অধিকারী,মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির
কান্তি বিশ্বাস সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা শেষে শিবপূজা,রামায়ন গান ও বাউল সংগিত অনুষ্ঠিত হয়। দিনরাতব্যাপি এসব অনুষ্ঠান উপভোগ করতে হাজারো নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধরা উপস্থিত
হন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]