উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে চোরাই ছাগলসহ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে নড়াইল সদর থানাধীন রায়খালী গ্রামের চায়না খাতুন (৬১) নামে একজন অসহায় বৃদ্ধা মহিলার বাড়ি হতে তার পোষা ছাগল অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়।
বৃদ্ধা মহিলা সকালে ঘুম থেকে উঠে ছাগল দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরেও ছাগল না পেয়ে থানা পুলিশের শরণাপন্ন হন। নড়াইল সদর থানায় এ বিষয়ে একটি চুরি মামলা রুজু করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান এসআই মোঃ শাহ্ আলমকে মামলাটি হস্তান্তর করেন।
এসআই শাহ আলম ফোর্সসহ অভিযান চালিয়ে নাকশি বাজারে লিটনের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে একটি ছাগল ও চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যানসহ মো. ইমরান বিশ্বাস (২৩) নামে একজন চোরকে আটক করেন।
গ্রেফতারকৃত মো. ইমরান বিশ্বাস নড়াইল সদর থানাধীন সর্কেলডাঙ্গা গ্রামের ইকরামুল বিশ্বাসের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুর রহমান বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশ জনসাধারণের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]