নড়াইল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৪ জুন) এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এ সময় পুলিশ সুপার আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, সরকার কর্তৃক নির্ধারিত হাসিল আদায় করতে হবে। নির্ধারিত হাসিলের বেশি টাকা নিয়ে সাধারণ জনগণ কে হয়রানি করা যাবে না। পশুর হাটে চুরি, ছিনতাই, জালনোটের অপরাধ ইত্যাদি রোধে জেলা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। প্রত্যেক পশুর হাটে জেলা পুলিশের একটি নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মীর শরিফুল হক, ডিআইও-১; মোঃ সাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; কাজী হাসানুজ্জামান, টিআই-১ মোঃ জামিল কবির, ইন্সপেক্টর (অপারেশন), নড়াইল সদর থানা সহ জেলার বিভিন্ন পশু হাটের ইজারাদারগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]