নড়াইলের কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মোজাম্মেল মোল্যা নামে মাদকাসক্ত ছেলেকে জেলে পাঠালেন তার বাবা।
২৭ মার্চ (রবিবার) সন্ধায় ভ্রাম্যমান আদালতের রায়ে তাকে এ সাজা দেওয়া হয়। মোজাম্মেল ওই গ্রামের মোঃ মিকাইল মোল্যার ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, মোজাম্মেল মোল্যা কালিয়া বাজারে তার পিতার মনোহারি দোকান মেসার্স মিকাইল স্টোরে দীর্ঘদিন যাবত সাহায্য করে আসছিল। ইদানিং মাদকাসক্ত হওয়ায় শুধরাতে ব্যর্থ হয়ে তার বাবা কালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে কালিয়া থানা পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম অভিযোগকারীর দোকানে গিয়ে অভিযুক্ত মোজাম্মেলকে মাদকাসক্ত অবস্থায় পায়।
এছাড়া নিজেই নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯এর ১(গ) ও ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]