প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৩, ৩:১৪ অপরাহ্ণ
নড়াইলে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু
বাসচাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহমুদুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে নিহত রাধা রানী সাহা আদমপুর বটতলাস্থ উত্তম সাহার দোকান থেকে লবণ কিনে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় মাগুরা থেকে নড়াইল অভিমুখী যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে বাসটি পালিয়ে যায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার (১১ ফেব্রুয়ারি) মৃতদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2025 কলারোয়া নিউজ. All rights reserved.