নড়াইলে শেখ কামাল ২য় বাংলাদেশ গেমস-২০২৩ এর স্বর্ন, রৌপ্য ও ব্রোঞ্চ পদক প্রাপ্ত খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (২৫ জুন) বিকালে
নড়াইল জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা থেকে ২৮টি স্বর্ন, ১৮ টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্চ পদক বিজয়ী
খেলোয়ারদের ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা ক্রিড়া সংস্থার সহ- সভাপতি মোঃ ইউসুফ আলী, মোঃ হাসানুজ্জামান, জেলা ক্রিড়া কর্মকর্তা মো কামরুজ্জামান, জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারন
সম্পাদক মোঃ রাবেয়া ইউসুফ, সরকারি কর্মকর্তা, জেলা ক্রিড়া সংসংস্থার কর্মকর্তা, সাংবাদিক, বিজয়ী
খেলোয়ারসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ- মাহাসচিব ও জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু। পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন
কর্র্তৃক নড়াইলে অসচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ/ ক্রিড়াসেবী ৬৫ জনের মাঝে চেক বিতরন করা হয়।
জেলার ৬৫ জন দুস্থ ,অসচ্ছল ও অসমর্থ ক্রীড়াবিদদের মাঝে প্রত্যেককে ২৪ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। চেক বিতরন করেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]