নড়াইলে হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। গত ২ মে নড়াইল ডাচ বাংলা ব্যাংকে জুনিয়র অফিসার পদে কর্মরত বাসুদেব কুমার, পিতা- অনিল কুমার বিশ্বাস, গ্রাম- বাজারপাড়া, থানা-হরিনাকুণ্ডু, জেলা-ঝিনাইদহ এর দুইটি স্মার্ট ফোন হারিয়ে যায়। এ সংক্রান্তে গত ৩ মে তিনি নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন। সাধারণ ডায়েরির প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী এর সার্বিক তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারিয়ে যাওয়া মোবাইল ফোন দুইটি উদ্ধার করতে সক্ষম হয়। মঙ্গলবার (১৬ মে) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী মহোদয় এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক উদ্ধারকৃত স্মার্ট ফোন দুইটি প্রকৃত মালিক বাসুদেবের নিকট হস্তান্তর করেন। হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার ও নড়াইল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]