নড়াইল জেলা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি প্রবীর কুমার রায় পিপিএম (বার)। বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি। এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল সদর থানাধীন কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের দাসপাড়া এলাকায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (৪এপ্রিল) সোমবার ১১৩০ মিনিটের সময়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, অপরাধ নিয়ন্ত্রণে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং জনগণের দ্বারগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি পুলিশের আইনগত কার্যক্রমের গতিশীলতা আরো বৃদ্ধি করতে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন দমন সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান।
আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জনাব মীর শরিফুল হক, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, নড়াইল শওকত কবীর, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা; নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]