কলারোয়ায় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২৩ এর আলোকে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের সাথে পপি লাইব্রেরির প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলারোয়া পৌর অডিটোরিয়ামে পপি লাইব্রেরি, ঢাকার সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
সভায় শিক্ষকমণ্ডলী নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সদাশয় সরকারের কাছে শিক্ষকদের অধিকতর প্রশিক্ষণ ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের আহবান জানান।
সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পপি লাইব্রেরির মার্কেটিং ম্যানেজার মো.ওয়ালি উল্লাহ ফকির।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পপি লাইব্রেরির বিভাগীয় সেলস ম্যানেজার মো. ইউসুফ আলী, কলারোয়া উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক সামছুল হক, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিক বাবর, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক অমলেন্দু কুমার, প্রধান শিক্ষক আ.সাত্তার, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক ইস্রাফিল হোসেন, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক লিটনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের পধান শিক্ষক ও সহকারী শিক্ষকমন্ডলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পপি লাইব্রেরির সাতক্ষীরা জেলার সেলস ম্যানেজার মো. শেখ আব্দুল হাদী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]