সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের তৃতীয় তলার হলরুম উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টায় প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হলরুমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৮০ জোড়া বেঞ্চ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এম এ হাকিম, ডালিম কুমার ঘরামী, আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: মহিতুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সিনিয়র শিক্ষক নাজমুল লাইলা, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, শামিম জাহিদ হাসান, তৈয়েবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ বিদ্যালয়ের ফলাফল শ্রেষ্ঠ। শতভাগ পাশের হার নিয়ে বিদ্যালয়টি এখন অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]