নর্দান ইউনিভার্সিটির সঙ্গে উত্তরা রেসিডেন্সিয়াল কলেজ এর সমঝোতা চুক্তি সই স্বাক্ষর হয়েছে।
প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সঙ্গে এক সমঝোতা চুক্তি সই করেছে উত্তরা রেসিডেন্সিয়াল কলেজ।
শনিবার (১২ জুন ২০২১) এয়ারপোর্ট সংলগ্ন, নর্দান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, আশকোনায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, বিজনেস বিভাগের প্রধান ড. মোহাম্মদ মাসুকুজ্জামান ও টেক্সটাইল বিভাগের প্রধান জনাব তানজিম হোসেন।
অনুষ্ঠানে উত্তরা রেসিডেন্সিয়াল কলেজ এর পক্ষে উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন ও প্রিন্সিপাল আব্দুল সাত্তার খান।
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও মেনটোরস এডুকেশন লি: এর মধ্যে অভ্যন্তরীণ সুসম্পর্ক গড়ে উঠার পাশাপাশি শিক্ষার্থীদের ট্রেনিং ও দক্ষতা উন্নয়নে সহযোগীতার আশা ব্যক্ত করেন। শিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে একত্রে কাজ করার জন্য দু’পক্ষ ইতিবাচক আলোচনা করে।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক রিলেশন্স বিভাগ এর সহকারি-পরিচালক নুরুজ্জামান ফারাবি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]