একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনাটি পেরুর একটি কলেজের। মূলত সান মার্টিনের একটি কলেজের স্নাতকদের পার্টিতে নাচতে নাচতে ফ্লোর ভেঙে পড়ে শিক্ষার্থীরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডেইলি মেইল।
জানা গেছে, টিকটক অ্যাকাউন্টে গত ১৭ ডিসেম্বর ওই নাচের ফ্লোর ভেঙে পড়ার ভিডিও আপলোড করা হয়। যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়, বর্তমানে টিকটকে এই ভিডিওর ভিউ সাড়ে ৪ মিলিয়নের কাছাকাছি। তবে কেন এমনটি হলো তা জানা যায়নি।
বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, নাচের ওই মঞ্চ ছিল কাঠের তৈরি। সেখানে ভিড় বেশি হওয়ার ভার সইতে পারেনি এটি। এ ঘটনার পর ২৫ শিক্ষার্থীকে অবিলম্বে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। তবে সৌভাগ্যক্রমে, কোনো প্রাণহানি ঘটেনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]