নাটোরের সিংড়া উপজেলায় স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী কায়দায় এক বন্ধুর ১৭ তম জন্মদিন উদযাপন করলো অপর ছয় বন্ধু। ১০ শ্রেণির ওই ছাত্রকে একটি গাছের সঙ্গে বেঁধে তার গায়ে ময়দা, ডিম ও রঙ মাখানো হয়।
রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি সচেতন নাগরিক ও অভিভাবক মহল।
ফারহানা ফ্লোরা নামে একজন অভিভাবক জানান, এটা মজা না, সামাজিক অবক্ষয়। এদেরকে এখনই থামাতে হবে।
মেহেদি হাসান ও মাজেদুর রহমান নামের দুজন ব্যক্তি বলেন, এহেন কর্মকাণ্ড প্রমাণ করে সুস্থ মস্তিষ্কের বড়ই অভাব। এসব নোংরামি বন্ধ করা উচিত।
সাংবাদিক ও মানবাধিকারকর্মী এনামুল হক বাদশা বলেন, এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক। এটা চরম সামাজিক ও নৈতিক অবক্ষয়। এমন কর্মকাণ্ড থেকে নতুন প্রজন্মকে বিরত থাকতে হবে। তবেই সম্ভব সুন্দর, শিক্ষিত সমাজ গড়ে তোলা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]