নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে সাতক্ষীরা জেলা কারা কর্তৃপক্ষ।
সোমবার (১৫ আগষ্ট) এ উপলক্ষে সাতক্ষীরা জেলা কারাকর্মকর্তা- কারারক্ষীদের অংশগ্রহণে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল ১০ টায় শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে কারা বন্দী ও কারা রক্ষীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনাসভা হয়।
বেলা ১২ টায় কারা এলাকায় বৃক্ষ রোপণ ওদুপুরে মসজিদে মিলাদ মাহফিল করা হয়। মিলাদে জাতির পিতা ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবার ও মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া প্রার্থনা করা হয়। এছাড়া বিকালে বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ, সুবেদার নজরুল ইসলাম, রাসেল হোসেন, লাল মিয়াসহ সাতক্ষীরা জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]