নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কেমিক্যাল কারখানায় হঠাৎ অকটেন ট্রাংক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আট শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া বেড়িবাঁধসংলগ্ন লিলি কেমিক্যাল কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— আকালু (৩৫), সজীব (২২), বায়েজিদ (২২), রোকন (২২) খাদেম (২১), রাসেল (২৪), মেহেদী (২১) ও রিপন (২৩)। দগ্ধদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত সোয়া ১২টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
৬নং ওয়ার্ডের নাছির মেম্বার জানান, রাত ১১টায় লিলি কেম্যাকেল কারখানায় হঠাৎ আগুন দেখে শ্রমিকরা ৯৯৯ নাম্বারের ফোন করে ফায়ার সার্ভিসে জানান। খবর পেয়ে আড়াইহাজার ও কাঞ্চন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তাহারুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। তবে শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা জানা যায়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]