নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাত–পা বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মদনপুর আড়াইহাজার সড়কের ব্রাহ্মণদীকান্দা পল্লী বিদ্যুৎ প্রজেক্টের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত চালকের নাম আশু মোল্লা (৪৫)। তিনি সোনারগাঁয়ের মিরেরবাগ এলাকার মৃত মালেক মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর হোসেন বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পেছন থেকে হাত–পা বাঁধা ছিল এবং মুখে স্কচটেপ প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাঁকে হত্যা করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সুত্র প্রথম আলো
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]