হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে নারীকে বেআইনী শালিসে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতেদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার সংস্থা স্বদেশ, আইন ও শালিস কেন্দ্র-আসক, এইচআরডিএফ-সাতক্ষীরা, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা শাখা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এমএসফ, সাতক্ষীরা’র উদ্যোগে ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আবদুর রাজ্জাক পার্কে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা হবিগঞ্জ জেলার টুনরাঘাট উপজেলার গাজীপুর থানার বড়ঝুম গ্রামে অবৈধ ও বেইনী শালিসে নরীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতেদের অতিদ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। সাথে সাথে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পল্লীতে এলাকার দূর্বৃত্তদের কর্তৃক গৃহবধূ নাসরিন পারভিনের চুল কাটার ঘটনা ও শ্যামনগর উপজেলার পল্লীতে গৃহবধূ কোহিনুর বেগম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে নারীদের প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। অবিলম্বে এসব ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের বিচারের আওতায় এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান। সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সামবেশ ও মানববব্ধন কর্মসূটিতে মানবাধিকারকর্মী ও স্বদেশ'র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের পরিচালনায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক নেতা এড. আবুল কালাম আজাদ, অধিকারকর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়াদেুস সুলতান বাবলু, উন্নয়নকর্মী আবু জাফর সিদ্দিকী, বাংলদেশ জাসদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আদ্রিস আলী নারী অধিকারকর্মী মহিলা পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত, ভূমিহিন নেতা আবদুস সামাদ, নারী অধিকারকর্মী খুরশিদ জাহান শীলা ও আঞ্জুয়ারা খাতুন প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার প্রগতিশীল মানুষ, রাজনীতিবিদ, পেশাজীবি সংগঠন, মানবাধিকার সংগঠন, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, ভূমিহীন নেতা, নারী অধিকারকর্মি ও গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী দলিত সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]