প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ১৬ দিনব্যাপী মানবাধিকার পক্ষ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার বিকালে শহরের শহিদ নাজমুল সরণিস্থ ম্যানগ্রোভ সভাঘরে নাগরিক উদ্যোগের সহযোগিতায় সৃজনী মহিলা লোককেন্দ্রের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
'নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন'- শ্লোগানকে সামনে রেখে ৯ ডিসেম্বর সৃজনী মহিলা লোককেন্দ্রের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. আজাদ হোসেন বেলাল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল হামিদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা নাগরিক কমিটির সদস্য সচিব সাংবাদিক ও দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, অধ্যাপক পবিত্র মোহন দাশ, স্বদেশ'র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, এড. শাহনাজ পারভীন মিলি, ওসিসি প্রতিনিধি আব্দুল হাই, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, রুপা বসু, উন্নয়নকর্মী মহুয়া মঞ্জুরী।
সভায় আলোচকরা নারীর নেতুত্ব, কর্মক্ষেত্রে অবদান, নারীর অগ্রগতি, নারীর প্রতি ও বৈষম্যের কথা তুলে ধরে বলেন, নেতৃবৃন্দ অধিকার আদায় ও যোগ্যতায় বাংলাদেশের নারীরা অনেক এগিয়েছে, সমাজের বৈষম্য ও সহিংসতা বন্ধ করতে পারলে দেশের উন্নয়ন আরও তরান্বিত হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]