জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স'র উদ্যোগে "নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা" প্রকল্পে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে নারী এবং কিশোরীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের হলরুমে ১০ ও ১১ অক্টোবর মঙ্গলবার ও বুধবার পৃথকভাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ব্রেকিং দ্য সাইলেন্স'র আয়োজনে অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় ফিংড়ি ইউনিয়নের (১১অক্টোবর) প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা।
আলিপুর ইউনিয়নের প্রশিক্ষণ কর্মশালায় (১০ অক্টোবর) সভাপতিত্ব করেন, আলিপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সলুদা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন, আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের নির্বাচিত ১৮টি নারী ও কিশোরী গ্রুপের মোট ৩০জন সদস্য।
নারী ও কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালায় সংস্থা ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য, বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে, কমিউনিটির নারী ও কিশোরীরা তাদের অধিকার বাস্তবায়নে সমান ভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সহযোগিতা নিবে, কমিউনিটিতে কিশোরী হিসেবে তার যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়ন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে ভূমিকা পালন, বয়ঃসন্ধিকালিন পরিবর্তন, শিশু সুরক্ষা, শরীরের সীমানা, মাসিক কালীন সময়ে স্যনিটারি ন্যাপকিন ব্যবহার, বাল্য বিবাহ, বাল্য বিবাহের কারন, বাল্যবিবাহের কুফল, আইনি সহায়তা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত নারী ও কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স'র প্রকল্প অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, নারী ও কিশোরী স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, আলিপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী শিলা রানী ঘোষ, ব্রাক হেল্থ ওয়ার্কার তানিয়া খাতুন, আলিপুরের ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম, মোসাম্মৎ মমতাজ বেগম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় সার্বিকভাবে সহযোগিতা করেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]