জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স'র উদ্যোগে "নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা" প্রকল্পে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং মানবাধিকার বিষয়ে আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল ও ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১২০ জন ছাত্রীদের নিয়ে পৃথকভাবে সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়।
উক্ত সেশনে উপস্থিত ছিলেন, নির্বাচিত দুটি স্কুলের ৬০জন করে সর্বমোট ১২০জন ছাত্রী ও দুটি স্কুলের ৩৮জন শিক্ষক।
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের উক্ত স্কুলে ২ ও ৫ জানুয়ারি বৃহস্পতিবার ও রবিবার পৃথকভাবে সেশন পরিচালনা করা হয়।
ব্রেকিং দ্য সাইলেন্স'র আয়োজনে অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় ৫ জানুয়ারি ফিংড়ি ইউনিয়নের শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল ও শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও পিছিয়ে পড়া, দরিদ্র ও মেধাবী ছাত্রীরা ও উক্ত সচেতনতামূলক সেশনে উপস্থিত ছিলেন। উক্ত সেশনে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন ও করণীয়, সেনেটারি ন্যাপকিনের ব্যবহার, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, মানবাধিকার, যৌন নির্যাতন প্রতিরোধে করণীয়, শিশু সুরক্ষা, সরকারি হেল্প নাম্বার, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে সচেতন করা হয়।
উক্ত সচেতনতামূলক সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স'র নারী ও কিশোরী স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিস মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]