গাজী হাবিব, সাতক্ষীরা : নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি'- প্রতিপাদ্যে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা পৌরসভার হলরুমে পৌরসভার পৃষ্ঠপোষকতায় ও রুপান্তরের আয়োজনে এবং ওয়াটার এইড ও সুইসকন্ট্রাক বাংলাদেশ এর সহযোগীতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা পৌরসভার সিইও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার সাতক্ষীরার উপপরিচালক ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক মাশরুবা ফেরদৌস।
নাসরিন সুলতানা মৌ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম শফিক, ওয়াটার এইডের ইরফান আহমেদ, রুপান্তরের আসাদুল হক,
ভলান্টিয়ার তামান্না জাবরিন, সদর উপজেলা থেকে পুরস্কাপ্রাপ্ত জয়ীতা শাম্মী আক্তার রিতা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি করবী সুলতানা, গ্রুপ লিডার আইরিন সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, সভ্যতার শুরু নারীর হাত ধরেই। নারীকে বাদ দিয়ে কোন কিছু অর্জন করা কঠিন। কিন্তু এই নারীকে পুরুষশাসিত এই সমাজে নানাভাবে নির্যাতন- হয়রানীর শিকার হতে হয়। পরিবার থেকেই নারীর প্রতি বৈষম্যের শুরু হয়।
বক্তারা আরো বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নির্যাতন না করে নিজের অভ্যাস পরিবর্তন করতে হবে। সহনশীলতা বৃদ্ধি করতে হবে। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে আগের তুলনায় বৈষম্য, নির্যাতন, হয়রানী অনেক কমে এসেছে। আমাদের আরো বেশি সচেতন হতে হবে।
এসময়, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হোসেন, পৌর কর্মকর্তা লিয়াকত লিয়াকত, সদর থানার সাব ইন্সপেক্টের সারমিন সুলতানা, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুধীসমাজ ও রুপান্তরের ভলান্টিয়ারবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]