পুলিশ সদস্যকে কামড় দেওয়ার মামলায় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি কোয়ার্টার থেকে শেখ হাবিবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, গত ২২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর বাজারে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবার সঙ্গে স্থানীয় থানার নারী পুলিশ সদস্য শান্তনা মহন্ত ও সাথী রানী শীলের তর্ক-বিতর্ক হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ সময় নারী পুলিশ সদস্য শান্তনা মহন্ত মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবার কামড়ে আহত হয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তার দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার বিকালে শেখ হাবিবাকে গ্রেপ্তার করে মোহনপুর পুলিশ।
মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল বলেন, থানার নারী পুলিশ সদস্যদের শেখ হাবিবা মারধর এবং কামড় দিয়ে আহত করেন। এ ঘটনায় নারী পুলিশ সদস্যের মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]